আমাজনের জঙ্গলের একটি রহস্যজনক ফুটন্ত নদী_Boiling River

সারা দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে আমাজনের জঙ্গলের একটি রহস্যজনক নদী। যা রুপকথার গল্পকেও হার মানায়। আমাজন নদীর অববাহিকায়, যে অংশে পেরুর রেইনফরেস্ট গড়ে উঠেছে, সেখানে রয়েছে আজব এক নদী। সে নদীতে পড়ে গেলে বিলীন হয়ে যায় মানুষসহ সকল প্রাণী! কোন প্রাণীরই অস্তিত্ব নেই এই নদীতে, থাকা সম্ভবও না। যে নদীর পানি ফুটতে থাকে সব সময়, যে নদীর পানির উত্তাপ টের পাওয়া যায় চার মাইল দূর থেকে কীভাবে পৃথিবীবাসীর কাছে পরিচিতি পেল এ ফুটন্ত নদী? পেরুর রাজধানী লিমার এক ছোট্ট ছেলে আন্দ্রেস রুজো, তার দাদার কাছে প্রায়ই শুনত এক লোককাহিনীর কথা.একবার ডিনারের সময় তার দাদু তাকে মায়ানতুইয়াসু নদীটির গল্প বলেন। মেক্সিকো ও পেরুর স্পেনীয় শাসকের সৈন্যরা শেষ ইনকা শাসককে হত্যা করার পর সেনাপতির নেতৃত্বে আমাজনের জঙ্গলে ঢোকে সোনার খোঁজে। কোনও ক্রমে প্রাণ হাতে নিয়ে ফেরার পর সেনাপতি জানায়, জঙ্গলের মানুষখেকো সাপ, বিষাক্ত পানি ও ফুটন্ত নদীর অভিজ্ঞতা ছোটবেলার স্বপ্ন সত্যি করতেই কিনা কে জানে, আন্দ্রেস রুজো বড় হয়ে ভূপদার্থবিদ হিসেবে নিজেকে গড়ে তুলল। ন্যাশনাল জিওগ্রাফিকের একজন তরুণ অভিযাত্রী সে। বড় হয়েই সে ঠিক...